সাতক্ষীরার তালায় জিয়াউর রহমান (৩৬) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেন এ আদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামি উপজেলার কানাই দিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
উপজেলা নির্বাহী অফিস সূত্র জানা যায়, আজ ভ্রাম্যমাণ আদালতের একটি টিম তালা বাজারে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটক করে। পরে ভ্রাম্যামাণ আদালতের বিচারক ফরিদ হোসেন তাকে দুই বছরে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার