দুই হাতের আঙুল নেই, তাতে কী হয়েছে। জীবন যুদ্ধে থেমে থাকেনি লালমনিরহাটের মেধাবী ছাত্র রুবেল মিয়া। সোমবার উচ্চমাধ্যমিক বিএম শাখা থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সে। রুবেল পড়াশোনা করছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা উত্তরবাংলা ডিগ্রি কলেজে। এ কলেজ থেকেই রুবেল এবার উচ্চ মাধ্যমিক বিএম শাখা থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
কেন্দ্রের দায়িত্বে থাকা কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, রুবেল মিয়া অত্যন্ত মেধাবী ছাত্র। তার দুই হাতের আঙুল নেই তবুও তার হাতের লেখা চমৎকার। বাংলা পরীক্ষায় খুব ভালো পরীক্ষা দিয়েছে ছেলেটি।
কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শনকালে বিষয়টি আমার দৃষ্টিতে আসলে আমি কিছুক্ষণ তার পাশে দাঁড়িয়ে দেখেছি ছেলেটির হাতের লেখা অত্যন্ত চমৎকার। পরীক্ষাও দিচ্ছে খুব ভালো।
রুবেল মিয়া জানায়, পরীক্ষা খুব ভালো হয়েছে। দুই হাতের কোন আঙুল না থাকলেও লিখতে আমার কষ্ট হয় না। এখন অভ্যস্ত হয়ে গেছি। আশা করছি সবগুলো পরীক্ষা ভালো হবে এবং সেই সঙ্গে পরীক্ষার ফলাফলও খুব ভালো হবে।
উত্তর বাংলা ডিগ্রি কলেজের উপাধাক্ষ্য মাহফুজুল ইসলাম বলেন, রুবেল প্রতিবন্ধী হলেও তার মেধা অন্যদের চেয়ে অনেক বেশি। তার হাতের লেখাও ভাল। সে এসএসসি পরীক্ষাতেও জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হয়েছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার