নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় রাহাত ইসলাম (২২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এঘটনায় ঘাতক মোটরসাইকেল চালককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর মাদ্রাসা এলাকায় ওই ঘটনাটি ঘটে। নিহত রাহাত সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার রফিকুল ইসলামের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপরাশেন) আজিজুল হক বলেন, ‘সোমবার রাতে মহাসড়কর পারাপারের সময় সাইনবোর্ড কাচপুরগামী মোটরসাইকেল রাহাতকে ধাক্কা দেয়। এসময় রাস্তার পাশে আইল্যান্ডের উপর গুরুত্বর আহত হয় রাহাত। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি আরো বলেন, ‘এ ঘটনায় আহত হয় মোটরসাইকেল চালক বাদলও (১৮)। তাকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা শেষে আটক করা হয়েছে। বাদল সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকার আব্বাস আলীর ছেলে।
বিডি প্রতিদিন/এ মজুমদার