সাভারে বাক প্রতিবন্ধী (২৭) এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়। ঘটনার সাথে জড়িত থাকার দায়ে রুস্তম আলী (২৮) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে ধর্ষিতার ভাই বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। সাভারের ভাকুর্তা এলাকায় ধর্ষিতার বাড়ির পাশে একটি নির্জন স্থানে সোমবার এই গণধর্ষণের ঘটনা ঘটে।
ধর্ষিতার পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, বাক প্রতিবন্ধী নারী সোমবার ভোর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ির বাহিরে বের হয়। এসময় আগে থেকে উৎপেতে থাকা বখাটে যুবকরা ওই নারীর মুখ বেঁধে তাকে জোরপূর্বক পাশের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে পালাক্রমে চালায় পাশবিক নির্যাতন। পরে বখাটেরা ওই প্রতিবন্ধী নারীকে ঘটনাস্থলেই ফেলে রেখে পালিয়ে যায়। বিষয়টি তার পরিবারের সদস্যদের জানালে প্রতিবন্ধী নারীর ভাই বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধর্ষিতা নারীকে উদ্ধার করে ও ঘটনার সাথে জড়িত থাকার দায়ে এক বখাটে যুবককে আটক করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, ধর্ষিতা নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের ও ঘটনার সাথে জড়িত থাকার দায়ে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ঘটনার সাথে জড়িত অনান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার