সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালানিদের লক্ষ করে ১ রাউন্ড গুলি বর্ষণ করেছে বিজিবি সদস্যরা। রবিবার রাতে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্তে এ গুলি বর্ষণের ঘটনা ঘটে। এসময় চোরাচালানিদের ফেলে যাওয়া দুই বেল ভারতীয় শাড়ি উদ্ধার করে বিজিবি।
সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল সরকার মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রবিবার দিবাগত রাত ১ টার দিকে একদল চোরাচালানি কলারোয়া উপজেলার কেঁড়াগাছি গ্রামের ভেতর দিয়ে ভাতীয় মালামাল পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে কাঁকডাঙ্গা ক্যাম্পের হাবিলদার আকরাম হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় চোরাচালানিরা বিজিবিদের লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। বিজিবি নিজেদের নিরাপত্ত নিশ্চিত করতে ১ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে। পরে ওই স্থান থেকে বিজিবি সদস্যরা দুই বেল ভারতীয় শাড়ি উদ্ধার করে। উদ্ধারকৃত শাড়ি সাতক্ষীরা কাষ্টমস এ জমা দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার