ফরিদপুরে ওয়েষ্টজোন পাওয়ার ডিস্টিবিউশন থেকে পল্লী বিদ্যুতের কাছে গ্রাহকদের হস্তান্তরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন সদরপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, ভাষানচর ইউপি চেয়ারম্যান সমির ব্যাপারী, নুরুল্ল্যাহগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান আশরাফ আলী প্রমূূখ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা ওয়েষ্টজোন পাওয়ার ডিস্টিবিউশনের (ওজোপাডিকো) গ্রাহক। ওজোপাডিকোর গ্রাহক থাকাকালীন সময়ে তারা বিদ্যুত নিয়ে তেমন কোন সমস্যায় পড়েননি। বর্তমানে গ্রাহকদের পল্লী বিদ্যুতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।
পল্লী বিদ্যুতে হস্তান্তর করা হলে বিদ্যুতের সমস্যা ছাড়াও গ্রাহকদের অতিরিক্ত বিল গুনতে হবে। সদরপুর এবং ভাংগা উপজেলার ৫টি ইউনিয়নের কয়েক হাজার গ্রাহককে ওজোপাডিকো থেকে পল্লী বিদ্যুতের কাছে হস্তান্তরের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে তারা কঠোর আন্দোলনে নামবেন। সমাবেশ শেষে উপজেলার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৮/হিমেল