কারান্তরীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় বরিশালের বিভিন্ন মসজিদে জুমা বাদ বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার জুমার নামাজের পর স্ব-স্ব ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে এই দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
নগরীর জামে কশাই মসজিদে ৯ ওয়ার্ড আয়োজিত দোয়া-মোনাজাতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
এ সময় সরোয়ার বলেন, একমাত্র বেগম খালেদা জিয়াই দেশের গণতন্ত্র এবং নির্দলীয় নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বলেন। এ কারণে সরকার তাকে কারাবন্দি করে রেখেছে। অসুস্থ খালেদা জিয়াকে সরকার সু-চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করছেনা। আগামী দিনে মুক্ত খালেদা জিয়ার নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা হবে বলে বক্তব্যে বলেন বিএনপি যুগ্ম মহাসচিব সরোয়ার।
এ সময় মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া ও সহকারী সম্পাদক আনোয়ারুল হক তারিন সহ অন্যান্য মুসল্লিরা উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল সকাল ১১টায় নগরীর সদর রোডের বিএনপি দলীয় কার্যালয়ে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি’র উদ্যোগে কারান্তরীন খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়েদুল হক চাঁন ও উত্তর জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন