নরসিংদীর যুবলীগ নেতা মাহমুদুল হাসান সৈকত হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মহাসড়কের সদর উপজেলার পাচদোনা শীলমান্দী এলাকায় এ অবরোধ করা হয়। ওই সময় মহাসড়কের উভয় পাশে ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শীলমান্দী ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নিহতের মা জোস্না বেগম, নিহতের স্ত্রী ফাহমিদা আক্তার নিশি।
তারা বলেন, নিহত সৈকত প্রতিষ্ঠিত কাপড় ব্যবসায়ী ও শীলমান্দী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। দুষ্কৃতিকারীরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে। কিন্তু ঘটনার ১ মাস পেরিয়ে গেলেও খুনিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রশাসনের নিশ্চুপ ভূমিকা আমাদের উদ্বিগ্ন করে তুলছে। আমরা এ ঘটনা সুষ্ঠ তদন্ত ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। মানববন্ধন থেকে আগামী ১ সপ্তাহের মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হয়েছে।
বিক্ষুব্দ গ্রামবাসী মহাসড়কে গাছের গুড়ি ফেলে, শুয়ে ও বসে মহাসড়কে অবরোধ সৃষ্টি করেন। ওই সময় তারা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। অবরোধের কারণে ভোগান্তিতে পড়ে মহাসড়কের চলাচলরত যাত্রীরা।
প্রসঙ্গত, গত ২৭ মার্চ বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় যুবলীগ নেতা মাহমুদুল হাসান সৈকতকে। তিনি দক্ষিণ শীলমান্দি গ্রামের রুস্তম আলীর ছেলে। এই ঘটনায় নিখোঁজ রয়েছে একই এলাকার বাসিন্দা সুজন সরকার।
বিডি প্রতিদিন/২৭ এপ্রিল, ২০১৮/ফারজানা