সৎ মায়ের অত্যাচারে নেত্রকোণার দুর্গাপুর থেকে ফুলপুরে পালিয়ে আসা মুন্নি আক্তারের (১২) এখনও মেলেনি কোন অভিভাবক। সে তার বাবার কাছে ফিরতে চায়। বর্তমানে সে ফুলপুর মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স সংলগ্ন সাংবাদিক নাজিম উদ্দিনের বাসায় আশ্রয় নিয়েছে।
জানা যায়, মুন্নি দুর্গাপুর উপজেলার বন্দ উশান গ্রামের হক মিয়ার কন্যা। সৎ মায়ের অত্যাচারে বৃহস্পতিবার সকালে সে বাড়ি থেকে পলায়ন করে। ধোবাউড়া হয়ে রাত ৯টার দিকে ফুলপুর বাসস্ট্যান্ডে এসে নামে। তারপর স্থানীয় লোকজন তাকে অসহায় অবস্থায় দেখলে সাংবাদিক নাজিম উদ্দিন থানা রোডস্থ তার জুতার দোকানে নিয়ে যান। তিনি মুন্নিকে থানায় নিয়ে যান। মুন্নি তার বাড়ি ধোবাউড়া থানায় বললে ফুলপুর ওসি একেএম মাহবুব আলম বিষয়টি প্রথমত ধোবাউড়া থানাকে অবহিত করেন। পরে ধোবাউড়া ওসি জানতে পারেন মুন্নির বাড়ি দুর্গাপুর থানায়। পরে দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান ও ওসি মিজানুর রহমানের কাছে শুক্রবার বিকাল ৪টার দিকে মোবাইলে জানতে চাইলে তারা বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রায় ১৪ মাস আগে ৫/৬ বছর বয়সী মুন্নির আরও দুইটি জমজ ভাই বোন রেখে তাদের মা শিল্পী আক্তার মারা যান। জমজ দুজন চট্টগ্রামে নানার বাড়িতে থাকলেও সে তার পিতার কাছে থেকে যায়।
মায়ের মৃত্যুর পর ২ মাস যেতে না যেতেই উপজেলার কাপাসিয়া গ্রামের ফাতেমাকে বিয়ে করেন তার বাবা হক মিয়া। বিয়ের কিছু দিন পর মুন্নিকে রেখে হক মিয়া অন্যত্র কাজে চলে যান। তারপর থেকে বাবার সাথে মুন্নির যোগাযোগ বন্ধ রয়েছে। একমাত্র চাচাও স্বপরিবারে ঢাকায় থাকেন বলে মুন্নি সৎ মায়ের কাছে অসহায় বোধ করে। সে স্থানীয় একটি মাদরাসায় ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে।
সৎ মা’র বিরুদ্ধে অভিযোগ করে সে জানায়, সৎ মা তাকে পড়তে দেয় না। নানাভাবে নির্যাতন করে। সারাদিন কাজ করায়। প্রায়ই মারধর করে।
বৃহস্পতিবার সকালে পরীক্ষার পড়া পড়তে বসলে সৎ মা মারধর করে বাড়ি থেকে তাকে বের করে দেয়। পরে সে নানা দিকে ঘুরে ফিরে ধোবাউড়া থেকে রাত ৯টার দিকে ফুলপুর বাসস্ট্যান্ডে এসে পৌঁছায়। হতাশাগ্রস্ত অবস্থায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকলে সাংবাদিক নাজিম উদ্দিন ও স্থানীয় লোকজন বিষয়টি আঁচ করতে পেরে তাকে ফুলপুর থানায় নিয়ে যান।
ফুলপুর অফিসার ইনচার্জ একেএম মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধোবাউড়া থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে। এখনও তার অভিভাবকের সাথে যোগাযোগ হয়নি। আপাতত মেয়েটিকে সাংবাদিক নাজিম উদ্দিনের বাসায় রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৮/হিমেল