দু'দিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় আবারও উদ্ধার হয়েছে সোনার বার। ভারতে পাচারের সময় ৭টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার সকালে জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের কাঁঠালতলা এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। আটক চোরকারবারী শাহীন হোসেন (৩২) টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মৃত আমির উদ্দীনের ছেলে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল মো. ইমাম হাসান জানান, চুয়াডাঙ্গার সীমান্ত দিয়ে স্বর্ণ ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে দামুড়হুদার জয়রামপুর গ্রামের কাঁঠালতলা এলাকায় প্রধান সড়কের উপর তল্লাশি অভিযান চালানো হয়। এসময় আলমডাঙ্গা থেকে ছেড়ে আসা নিউ মডার্ণ পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে চোরাকারবারী শাহীন হোসনেকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে সাতটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিজিবি পরিচালক আরো জানান, সাতটি বারের ওজন ৮১৫ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা ও আটক চোরাকারবারী শাহীনকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল দামুড়হুদার সুলতানপুর সীমান্ত থেকে ৩৭ কেজি সোনার বার আটক করে বিজিবি।
বিডি প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৮/হিমেল