দিনাজপুরের বিরামপুরে বজ্রপাতে শ্রী অনিল পাহান নামে এক আদিবাসী যুবক নিহত হয়েছে। এ ঘটনায় অজয় পাহান (১৩)সহ আহত হয়েছেন ১০জন।
শুক্রবার বেলা ১২টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউপি’র দক্ষিণ সাহাবাজপুর গ্রামের একটি মাঠে একদল যুবক ক্রিকেট খেলার সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত শ্রী অনিল পাহান(২৬) বিরামপুরের খানপুর ইউপি’র দক্ষিণ সাহাবাজপুর পোড়া গ্রামের মোটা পাহান এর ছেলে।
অপর গুরুতর আহত একই গ্রামের বিজয় পাহান এর ছেলে অজয় পাহান (১৩) হাসপাতালে চিকিৎসাধীন। বাকী ৯জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বেলা ১২টায় বিরামপুরের খানপুর ইউপি’র দক্ষিণ সাহাবাজপুর গ্রামের একটি মাঠে একদল যুবক ক্রিকেট খেলার সময় বৃষ্টিপাতের সময় এ বজ্রপাত ঘটে। এতে তারা আহত হয়। আহত অবস্থায় পরিবারের লোকজন তাদের ফুলবাড়ী হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে শ্রী অনিল পাহান(২৬)কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শ্রী অজয় পাহান (১৩)কে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন