গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক
জোটের নব-নির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আজ শুক্রবার বেলা আড়াইটায় সংগঠনের সভাপতি ফালগুনী হামিদের নেতৃত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নব-নির্বাচিত নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সহ- সভাপতি মাহাবুবুর রহমান, এম, খালিকুজ্জামান, যুগ্ম-সম্পাদক জামালউদ্দিন আহম্মেদসহ সংগঠনের ৭০জন নেতৃবৃন্দ।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলি খান, কুয়েত প্রবাসী সাংবাদিক মাহামুদুর রহমান উপস্থিত ছিলেন।
তারা জাতির জনকের সমাধির সামনে দাঁড়িয়ে দেশ গঠনে এবং জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গঠনে আত্ম নিয়োগের
জন্য শপথ নেন। সকল নব-নির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের সভাপতি ফালগুনী হামিদ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন