দিনাজপুরের বীরগঞ্জে মো. ওমর ফারুক (৩০) নামে ছিনতাই মামলার ৩বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মো. ওমর ফারুক উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বাক্ষণভিটা বাজারের ডাঙ্গা গ্রামের মো. আজগর আলীর ছেলে।
শনিবার বিকেল ৫টায় উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বাক্ষণভিটা বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
বীরগঞ্জ থানার এএসআই মো. আব্দুল জলিল প্রধান জানান, ২০০৮সালে মোহনপুর ইউনিয়নের চিলকুড়া গ্রামের একটি ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত দ্রুত বিচার আইনের মামলায় গ্রেফতার হয়। পরে জামিনে মুক্তি পেয়ে ঢাকায় চলে যায়। এরপর তার অনুপস্থিততে বিচারকাজ চলাকালে আদালতে দোষী প্রমাণিত হয়। ফলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে ৩বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩মাসের কারাদণ্ডের রায় প্রদান করেন। রায়ের পর থেকে সে বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে অভিযান চালিয়ে বাড়ির পার্শ্বে বাক্ষণভিটা বাজার হতে তাকে আটক করে।
বীরগঞ্জ থানার এসআই মো. আমজাদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মো. ওমর ফারুক সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান