হেরোইনসহ পাঁচ মাদক বিক্রেতাকে নওগাঁর পত্নীতলা উপজেলা থেকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। উপজেলার ডাঙ্গাপাড়া গ্রাম থেকে শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক জানান, গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রাতে ডাঙ্গাপাড়া গ্রামের নজরুলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৩২ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিজ নিজ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার