দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে ছিনতাইয়ের মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত ওমর ফারুক (২৯) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বাক্ষণভিটা বাজার এলাকা থেকে তাকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। ফারুক ওই এলাকার ডাঙ্গা গ্রামের আজগর আলীর ছেলে।
রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে জানিয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিলা পারভিন বলেন, ২০০৮ সালে ছিনতাইয়ের মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি ফারুক এতোদিন পলাতক ছিলেন। তিনি বাক্ষণভিটা বাজার এলাকায় অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার