ফরিদপুরে শিক্ষক রেহেনা বেগমের উপর হামলার প্রতিবাদে এবং ছিনতাইকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ রবিবার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট।
মানববন্ধনে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম মিয়া, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক লোকমান হোসেন, অধ্যাপক শওকত আলী, শাহ মোহাম্মদ আক্কাস, অধ্যাপক মো. শওকত আলী, মো. নজরুল ইসলাম, বেগম সামসুন্নাহার জলি, মো. মুজিবর রহমান, অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক মো. ইউসুফ আলী প্রমুখ বক্তব্য দেন।
তারা বলেন, ফরিদপুরে মোটর সাইকেল নিয়ে ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। এদের হামলায় অরুনিমা নামের এক নার্স প্রাণ হারিয়েছে। তাছাড়া হালিমা গালর্স স্কুল এন্ড কলেজের শিক্ষক রেহেনা বেগম মারাত্মক আহত হয়েছে। ছিনতাইকারীরা মোটর সাইকলে নিয়ে এসে রিকশায় থাকা নারীদের ব্যাগ ছিনিয়ে নিচ্ছে। অনেকেই ব্যাগ ধরে থাকায় রিকশা থেকে পড়ে গুরুতর আহত হচ্ছে। দীর্ঘদিন ধরে এসব ছিনতাই শহরজুড়ে চললেও প্রশাসন কার্যকরী কোন ব্যবস্থা নিতে পারছে না। এসব ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
বিডি প্রতিদিন/৬ মে, ২০১৮/ফারজানা