গতবছরের তুলনায় এবার কমেছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র এ তথ্য নিশ্চিত করেছেন।
এবারের এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাশের হার দাড়িয়েছে ৭৬ দশমিক ৬৪। আর জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩শ’ ৯৫ শিক্ষার্থী। গত বছর ২০১৭ সালে যশোর বোর্ডে পাশের হার ছিল ৮০.০৪। আর জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৪৬০ শিক্ষার্থী।
এবার যশোর বোর্ড থেকে মোট এক লাখ ৮৩ হাজার ৫৮৪ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ৯২ হাজার ৪৪৩ জন ছেলে আর ৯১ হাজার ১৪১ জন মেয়ে।
পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাশ করেছে এক লাখ ৪০ হাজার ৬৯৯ শিক্ষার্থী। যাদের মধ্যে ৬৮ হাজার ৮১৭ জন ছেলে ও ৭১ হাজার ৮৮২ জন মেয়ে। পাশ করা শিক্ষার্থীদের মধ্যে ছেলেদের পাশের হার ৭৪.৪৪ এবং মেয়েদের পাশের হার ৭৮.৮৭।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর