সিরাজগঞ্জে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সুমি বিশ্বাস (১৭) নামে এক কলেজছাত্রী। সুমি খুকনি ঝাউপাড়া এলাকার পানের দোকানদার পরেশ চন্দ্র বিশ্বাসের মেয়ে।
রবিবার সকালে সিরাজগঞ্জের এনায়েতপুরের খুকনি এলাকা থেকে ছাত্রীটির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। হতদরিদ্র বাবার কাছ থেকে চাহিদা মোতাবেক টাকা না পেয়ে সুমি আত্মহত্যার পথ বেছে নেয় বলে ধারণা করা হচ্ছে।
এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার বলেন, নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সুমি। পরে সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, দরিদ্র বাবা পরেশ সুমির লেখাপড়ার খরচ চালাতে ব্যর্থ হচ্ছিলেন। চাহিদা মতো টাকা না পেয়েঅভিমানে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে এনায়েতপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর