আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেগম জিয়ার অসুস্থতায় মানবিক দিক থেকে সরকারের যা যা করণীয় জেল কোর্ড অনুযায়ী চিকিৎসকরা সব ব্যবস্থাই নিচ্ছেন। তার অবস্থার অবনতি হলে করণীয়ও সক্রিয় বিবেচনায় রয়েছে। কিন্তু বেগম জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি শুরু করছে। সুযোগ পেলেই তারা ইস্যু খোঁজার চেষ্টা করে।
মন্ত্রী রবিবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ এর সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এমপি, নোয়াখালী জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার, নোয়াখালী পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কবির হাট পৌর মেয়র জহিরুল হক রায়হান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী এমএ ছাত্তার, সড়কের নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল প্রমুখ। পরে কবির হাটে বিভিন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন