দিনাজপুর-রংপুর মহাসড়কের দিনাজপুরের উত্তর গোসাইপুর বটতলিতে যাত্রীবাহী বাসের চাপায় বদরুল ইসলাম দিলুয়া নামে এক রিকশাচালক নিহত হয়েছে। এ সময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি চায়ের দোকানে ঢুকে পড়ায় দোকানদারসহ পাঁচজন আহত হয়। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের সদরের উত্তর গোসাইপুর বটতলিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বদরুল ইসলাম দিলুয়া (৬৫) সদরের উত্তর গোসাইপুর এর মৃত নুর মোহাম্মদের ছেলে।
ঘটনার পর থেকে স্থানীয়রা ওই এলাকায় স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ করে। এতে সড়কের দুইপাশে বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এ সময় দুর-দুরান্তের যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। আড়াই ঘন্টা অবরোধের পর পুলিশের হস্তক্ষেপে বেলা ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পঞ্চগড় থেকে দিনাজপুরে আসার পথে দিনাজপুর-রংপুর মহাসড়কের সদরের উত্তর গোসাইপুর বটতলি এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক রিক্সা চালককে চাপা দিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই রিক্সাচালক বদরুল ইসলাম দিলুয়া নিহত হন। এসময় দোকানদার ইউসুফ আলী, গ্রাহক রুবেল, জুয়েল এবং দীপসহ পাঁচজন আহত হয়। আহতদের মধ্যে দীপকে স্থানীয় এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই রাস্তা অবরোধ করে স্থানীয় এলাকাবাসী।। তাদের সঙ্গে কথা বলার পর বেলা ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক করা হয়।
বিডি প্রতিদিন/৬ মে ২০১৮/ওয়াসিফ