খাগড়াছড়িতে পার্বত্য অধিকার ফোরাম ও বৃহত্তর পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ডাকা রবিবার প্রথম দিনের হরতাল শান্তির্পূণভাবে শেষ হয়েছে। তবে আগামীকাল সোমবার ও পরদিন মঙ্গলবারের হরতাল র্কমসূচি স্থগিত করা হয়েছে।
অপহৃত তিন বাঙ্গালী ব্যবসায়ীকে উদ্ধার ও মাইক্রোবাস চালক সজীবের হত্যাকারীদের গ্রেপ্তারপূর্বক শাস্তির দাবিতে তিন দিনের হরতালের করে ওই সংগঠন দুটি।
বাঙ্গলী ছাত্রপরিষদের নেতা মাইন উদ্দীন এ প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করে জানান , প্রশাসনের আশ্বাসের পরিপেক্ষিতে আগামী ২ দিনের হরতাল স্থগিত করা হয়েছে।
এদিকে, হরতালের ফলে রবিবার সকাল থেকে জেলার দূরপাল্লা ও আভ্যন্তরীণ সড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। বন্ধ ছিল অধিকাংশ দোকান-পাটও। সকালে হরতালকারীরা সদর উপজেলা পরিষদের সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রর্দশন করে। এছাড়া বিভিন্ন স্থানে পিকেটিং করতে দেখা গেছে।
খাগড়াছড়ি সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন জানিয়েছেন, হরতালের কারনে যাতে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
উল্লেখ্য, রাঙ্গামাটির জেলার দুর্বৃত্তদের গুলিতে নিহত শক্তিমান চাকমা শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে বেতছড়ি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত ৫ জনের মধ্যে মাইক্রোবাস চালক সজীবও ছিলেন। এবং গত ১৬ এপ্রিল খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার বাসিন্দা তিন বাঙালি কাঠ ব্যবসায়ী মো. সালাউদ্দীন, মো. বাহার মিয়া(ড্রাইভার) ও মহরম আলী কাঠ ক্রয়ের উদ্দেশ্যে জেলার মহালছড়ির মাইসছড়িতে গেলে সেখান থেকে নিখোঁজ হন। ঘটনার ১৯ দিন পেরিয়ে গেলেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
বিডি-প্রতিদিন/০৬ মে, ২০১৮/মাহবুব