চুয়াডাঙ্গা শহরের রেলপাড়া থেকে একটি দুইনলা বন্দুক, দুটি বিদেশী ইয়ারগান, নয়টি তাজা কার্তুজ ও ৭৯টি কার্তুজের খোসা, বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র ও ১২০ বোতল ফেনসিডিলসহ একই পরিবারের তিনজনকে আটক করেছে র্যাব।
বুধবার দিবাগত রাত ১০টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা অস্ত্র ও মাদক ব্যবসার সাথে জড়িত হলে জানায় র্যাব।আটককৃতরা হলেন, রেলপাড়ার আলামিন শেখের ছেলে হাসিব উদ্দিন ওরফে রকি (৩১), তার মা সুফিয়া বেগম (৫৭) ও ভাবী সানজিদা সুলতানা (২৫)।
চুয়াডাঙ্গার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খাঁন পুলিশ জানান, ঝিনাইদহ র্যাব-৬এর একটি দল গোপন সংবাদে রেলপাড়ায় অভিযান চালিয়ে নিজেদের বাড়ি থেকে অভিযুক্তদের আটক করে। বৃহস্পতিবার দুপুরে এদেরকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করেছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর