বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শিবগঞ্জ উপজেলার মাঝিপাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত এবং দুপুর ৩টার সময় একই উপজেলার মোকামতলার পাকুড়তলা নামকস্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক ছিটকে পড়ে নিহত হয় এবং আহত হয় অপর দুই আরোহী। চিকিৎসাধিন থাকায় আহতদের নাম জানা যায়নি।
হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক আখতারুজ্জামান জানান, বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস ওই এলাকায় পৌঁছালে রংপুরগামী অপর একটির বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন।
অপরদিকে বেলা পৌনে তিনটার দিকে একই মহাসড়কে মোকামতলার পাকুড়তলা এলাকায় রংপুরগামী বাসের সাথে বগুড়াগামী মোটরসাইকেলের ধাক্কা লেগে মোটরসাইকেল চালক শ্যামল চন্দ্র (২৮) ঘটনাস্থলেই মারা যান। এসময় মোটরসাইকেলের দুই আরোহী আহত হন।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জানান, নিহত শ্যামল চন্দ্র গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বাসিন্দা। হাইওয়ে পুলিশ বাসটি আটক করেছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন