ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩৪টি স্বর্ণের বার জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। শুক্রবার সকালে বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে স্বর্ণের বার গুলো জব্দ করা হয়।
এ ব্যাপারে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব জানান, বেনাপোল সীমান্ত পথে স্বর্ণের একটি চালান পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে। এ সময় পাচারকারীদের ধরতে ধাওয়া করা হলে বেনাপোল স্থলবন্দরের সামনে একটি প্যাকেট ফেলে পালিয়ে যায় তারা। পরে ওই প্যাকেটের ভেতর থেকে ৩ কেজি ৯৬০ গ্রাম ওজনের ৩৪টি স্বর্ণের বার জব্দ করা হয়।
জব্দ হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৭০ লাখ টাকা বলেও জানান সুবেদার ওহাব।
বিডি প্রতিদিন/ ১১ মে ২০১৮/ ওয়াসিফ