চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকা থেকে ৫টি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন, ২৮৬ বোতল ফেনসিডিল ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রাশেদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বিজিবি সদস্যরা তেলকুপি সীমান্তের ১৮০/৯ এস নম্বর সীমান্ত পিরার এলাকায় ফাঁদ পেতে অবস্থান করে।
রাত সাড়ে ৩টার দিকে ভারতের দিক থেকে ৩/৪জন লোক হাতে প্লাস্টিকের বস্তা নিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। এসময় তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তাগুলো ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া বস্তা থেকে একটি পিস্তল ও চারটি ওয়ান শুটার গান, ৪ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন, ২৮৬ বোতল ফেনসিডিল ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
প্রেস ব্রিফিংয়ের সময় বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার আনোয়ার সাদাত আবু মো. ফুয়াদ ও ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ সারোয়ার উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১১ মে ২০১৮/এনায়েত করিম