আবেদনের চার বছর পর সারা দেশের ন্যায় আজ নোয়াখালীতে সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা-২০১৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে ১ ঘণ্টা ২০ মিনিট এই পরীক্ষা চলে। নোয়াখালী সরকারী কলেজসহ জেলার ২৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসব কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭ হাজার ৬৪২ জন। এর মধ্যে প্রায় ২৫ শতাংশ পরীক্ষার্থীই অনুপস্থিত ছিলেন। নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সরদার জানান, শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয়েছে।
বিডি প্রতিদিন/১১ মে, ২০১৮/ফারজানা