নরসিংদীতে ট্রাক চাপায় কামাল হোসেন (৪৫) নামে এক পত্রিকার বিক্রয়কর্মী নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টায় ঢাকা-সিলেট সহাসড়কের ভেলানগর জেলা পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে। এসময় কামাল হোসেন সাইকেলে করে ভেলানগর থেকে বিভিন্ন পত্রিকা নিয়ে পলাশ উপজেলায় যাচ্ছিলেন।
কামাল হোসেন জেলার পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের তাঁরগাঁও গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে।
পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানায়, কামাল হোসেন বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার নরসিংদীর এজেন্ট। প্রতিদিনের মতো শুক্রবার ভোরে ভেলানগর বাসস্ট্যান্ডের পত্রিকাস্ট্যান্ডে আসেন কামাল হোসেন। সেখান থেকে তিনি বিভিন্ন পত্রিকা নিয়ে পাঠকের কাছে বিলি করার উদ্দেশ্যে সাইকেল দিয়ে পলাশের বিভিন্ন এলাকায় রওনা দেন। তাঁর সাইকেলটি জেলা পরিষদের সামনে পৌঁছলে পিছন থেকে একটি দ্রুতগতির মালবাহী ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে তাঁর সহকর্মী বিক্রয়কর্মী ঘটনাস্থলে ছুটে এসে কামালের মর্মান্তিক মৃত্যু দেখে কান্নায় ভেঙ্গে পড়ে।
নিহতের সহকর্মী শরিয়ত উল্লাহ বলেন, ‘আমার কাছ থেকে পত্রিকা নিয়ে যাওয়ার ৩/৪ মিনিটের মধ্যেই কামাল ভাই দুর্ঘটনার শিকার হয়। তিনি অনেক ভাল মানুষ ছিলেন। তিনি ভেলানগর থেকে পত্রিকা নিয়ে পলাশের পারুলিয়া বাজার, বিভিন্ন সরকারি দপ্তরসহ পলাশ সারকারখানা এলাকায় বিলি করতেন।’
নিহতের ছোট ছেলে সজিব মিয়া বলেন, ‘আব্বা পত্রিকার এজেন্ট ও পত্রিকা বিক্রির পাশাপাশি পলাশ সার কারখানায় চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কাজ করত। আজ ভোর ৫ টায় আমাদেও ঘুমের মধ্যে রেখে আব্বা পত্রিকা আনতে গেল। আর এখন নিজেই চির ঘুমের মধ্যে চলে গেলেন।’
নরসিংদী সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আল আমিন বলেন, লাশের শরীরের যে অবস্থা তাতে সুরতহাল করা ছাড়া ময়নাতদন্ত করার কোন অবস্থা নেই। আর পরিবারের লোকজনের আপত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিনা ময়নাতদন্ত ছাড়াই পরিবারের লোকজনের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/১১ মে ২০১৮/হিমেল