ময়মনসিংহের তারাকান্দায় সিএনজি চালিত অটোরিকশার বেপরোয়া গতিতে প্রাণ গেল অটোরিকশায় থাকা চালকসহ ৬ জনের। শুক্রবার দুপুর সোয়া ৩টার দিকে বেপরোয়া গতির ওই অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রীবাহি একটি বাসের। উপজেলার কাকনী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শহীদুর রহমান বলেন, বাসটি নিয়ম মেনেই চলছিল। কিন্তু অটোরিকশাটির গতি ছিল বেপরোয়া।
তারাকান্দা থানার ওসি মাজাহারুল হক জানান, বাসটি হালুয়াঘাট থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। আর অটো রিকশাটি ফুলপুরের দিকে যাচ্ছিল। পরে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দার কাকনী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চালকসহ ৬ যাত্রী নিহত হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ থানায় রয়েছে।
বিডি প্রতিদিন/১১ মে ২০১৮/হিমেল