বৈরী আবহাওয়ার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (১১ মে) বিকেল ৪টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী লঞ্চঘাটের টার্মিনাল পরিদর্শক এবিএস মাহমুদ বলেন, বিকেলে আকাশে কালো মেঘ জমতে থাকে। ৪টার দিকে ঝড়ো হাওয়ায় বড় বড় ঢেউ দেখা দেয় পদ্মা নদীতে। দুর্ঘটনা এড়াতে বিকেল ৪টায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে লঞ্চ চলাচল শুরু হবে।
বিডি প্রতিদিন/১১ মে ২০১৮/হিমেল