নোয়াখালীতে ধর্ষণের শিকার হয়ে ২শিশু হাসপাতালে ভতি হয়েছে। নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া এসব শিশুদরে বয়স ৪ ও ৭। এদের মধ্যে ৭ বছরের শিশুর বাড়ি বেগমগনঞ্জ উপজেলার জীর তলীতে। ৪ বছরের শিশুর বাড়ি চাটখিলে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে ও সন্ধ্যায়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, ৫ ঘণ্টার ব্যাবধানে ভর্তি হয় এই ২ শিশু।
এ দিকে ৭ বছরের শিশুর ঘটনায় তার মা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একই গ্রামের সেলিমের ছেলে শামছুদ্দিনের বিরুদ্ধে মামলা করে।
অপরদিকে চাটখিলে চাচা সম্পর্কের একজন ৪ বছরের শিশুটিকে ধর্ষণ করে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, খুব দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন