ময়মনসিংহের ফুলপুরে সন্ত্রাসী হামলায় নিহত পৌর যুবলীগের অাহ্বায়ক ও ১নং ওয়ার্ড কাউন্সিলর সাদেকুর রহমান সাদেক হত্যা মামলায় ৪ অাসামিকে গ্রেফতার করেছে পুলিশ। অাজ সকালে এদের অাটক করে জেল হাজতে প্রেরণ করা হয়।
এরা হলেন দলিল লেখক সাদেকুর রহমান, দেলোয়ার হোসেন দেলু মুন্সী, শিশির ও মোহন।
এ ব্যাপারে ওসি একেএম মাহবুব অালম বলেন, মামলায় অজ্ঞাত ২২ জনসহ ৪৩ জনকে অাসামি করা হয়েছে। বাকি অাসামিদের খুঁজছে পুলিশ।
উল্লেখ্য, বুধবার (০৯ মে) রাতে উপজেলার চরপাড়া এলাকায় কাউন্সিলর সাদেকুর রহমানকে কুপিয়ে গুরুতর আহত করে আসামিরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/১১ মে ২০১৮/হিমেল