কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে এক মা (৩৫) ও তার ছেলের (২) মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে গেটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনিল কুমার।
জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বিডি প্রতিদিন/১১ মে ২০১৮/হিমেল