বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সারা দেশে বিএনপির ১১ লক্ষ নেতা-কর্মীর বিরুদ্ধে ৭৮ হাজার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে আওয়ামী লীগ। বাংলাদেশে কোন জনপ্রিয় নেতাকে মিথ্যা মামলা দিয়ে আটক রাখতে পারেনি, খালেদা জিয়াকেও পারবে না। খালেদা জিয়ার জনপ্রিয়তা পূর্বের চেয়ে বর্তমানে আরো বেড়েছে।
শুক্রবার দুপুর ১২টায় নিজ নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ উপজেলায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় মওদুদ আহমদ বলেন, সরকার চায় না বিএনপি নির্বাচনে আসুক। বিএনপি নির্বাচনে আসলে আওয়ামী লীগ ভালো করে জানে তাদের ভরাডুবি হবে।
তিনি বলেন. বাংলাদেশ থেকে সম্প্রতি ৭৩ হাজার কোটি টাকা পাচার হয়েছে। তার কোন মামলা হয়নি। কিন্তু দেশের একজন জনপ্রিয় নেত্রীকে ২ কোটি টাকার মিথ্যা মামলা দিয়ে জেলে রেখে আওয়ামী লীগ সরকার নির্বাচন করতে চায়।
মওদুদ আহমদ আরো বলেন, বেগম জিয়াকে জেলে রেখে বাংলার মাটিতে কোন নির্বাচন করতে দেয়া হবেনা। ভয়ভীতি মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে দমানো যাবেনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন. আমি যতদিন আমার নির্বাচনী এলাকায় আসি ততদিন বিএনপির নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এলাকায় যেখানে গণতন্ত্র নেই, সেখানে সারা দেশে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। তার এলাকায় ঘরোয়া পরিবেশে সভা সমাবেশ করতে দেয়না। আমি চায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের পদমর্যাদা আরো বাড়ুক, তবে এ মর্যাদা রক্ষা করার দায়িত্ব তাঁর নিজের।
এ সময় আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সভাপতি আবদুল মতিন লিটন, ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন প্রমুখ।
বিডি প্রতিদিন/১১ মে ২০১৮/হিমেল