খাগড়াছড়ির মাটিরাঙ্গায় একটি ট্রাকের ভেতরে মো. দেলোয়ার হোসেন (৩১) নামের এক ট্রাক চালকের পেট কাটা মরদেহ পাওয়া গেছে।
খবর পেয়ে শনিবার সকাল ৮টার দিকে পুলিশ ট্রাকের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত দেলোয়ার হোসেন মাটিরাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর এব আদর্শগ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।
জানা গেছে, শনিবার সকালে বাঁশ লোড করার জন্য বারবার ফোন করেও দেলোয়ার হোসেনকে না পাওয়ায় গাড়ির শ্রমিকরা ঘটনাস্থলে যান। এ সময় গাড়ির ভেতরে তারা ওই ট্রাকচালকের মরদেহ পড়ে থাকে দেখেন। পরে পুলিশে খবর দিলে তারা ট্রাকের দরজার লক ভেঙে ট্রাকের কেবিন থেকে মরদেহটি উদ্ধার করে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. জাকির হোসেন বলেন, এটা হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/১২ মে, ২০১৮/মাহবুব