পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মৌমাছির কামড়ে ওহাব হাওলাদার (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মাদারবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বেলা ১টায় ওই গ্রামের ওহাব হাওলাদার জুমার নামাজ পড়তে নিজ বাড়ির পার্শ্ববর্তী মসজিদের পাশের একটি টিউবওয়েলে ওযু করতে যান। এসময় হঠাৎ একঝাঁক মৌমাছি উড়ে এসে তার শরীরের বিভিন্ন স্থানে কামড়াতে থাকে। এতে গুরুত্বর আহত অবস্থায় বাড়ি নিয়ে যাওয়ার একঘণ্টা পরই তিনি মারা যান।
উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড (আমলিবাড়িয়া-মাদারবুনিয়া একাংশ) ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, ওহাব হাওলাদার টিউবওয়েলে ওযু করতে গেলে তাকে মৌমাছি কামড়ে তার মৃত্যু হয়। তিনি পেশায় একজন কৃষক।
বিডি প্রতিদিন/১২ মে ২০১৮/হিমেল