ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় অভিযান চালিয়ে ৭৬ গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে ভবেরচর হাইওয়ে পুলিশ। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার রাত আড়াইটার দিকে সজীব পেট্রোল পাম্পের সামনে থেমে থাকা একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ গাড়িটি জব্দ করা হয়।
শনিবার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা মাইক্রোবাসটি ফেলে রেখে পালিয়ে যায়। বর্তমানে জব্দ হওয়া গাঁজা ও গাড়িটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/ ১২ মে ২০১৮/ ওয়াসিফ