ব্রাহ্মণবাড়িয়ার পৌর শহরের বিভিন্ন চায়ের স্টলে অভিযান চালিয়ে ৩৩ জন জুয়াড়িকে আটক করেছে সদর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১ লাখ ৫৪ হাজার চারশ’ টাকাসহ জব্দ করা হয়। বুধবার দিনগত রাত ৯টার দিকে শহরের কাজীপাড়া এলাকার চায়ের স্টল থেকে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত র্কমকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কাজীপাড়া এলাকার বিভিন্ন চায়ের স্টল থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১ লাখ ৫৪ হাজার চারশত টাকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নিবার্হী ম্যাজিস্ট্রেট (সদর ভূমি) সোহেল রানা প্রত্যেককে জুয়া মামলার আইনে তিনদিন করে কারাদণ্ড দেন।
আটককৃতদের মধ্যে সেন্টু মিয়া, হাবিব মিয়া (৩০), মোহাম্মদ আলী (৪০), মনির হোসেন (৩৫), শাহীন (২২), মোনেম (৫০), সোহরাব (২২) কাশেম, তাপস কুমার, হুমায়ূন, মকবুল মিয়া, কাউসার, মো. মোস্তফা, লিটন সূত্রধর, মো. ইসমাইল, মাসুদের নাম জানা গেছে।
বিডি প্রতিদিন/ ১৭ মে ২০১৮/ ওয়াসিফ