লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন থেকে মুক্তা আক্তার (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরকাচিয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত মুক্তা আক্তার এইক গ্রামের মুক্তার হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, ঘরের আড়ার সাথে ওড়না পেঁচানো অবস্থায় মুক্তার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
হাজীমারা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কি কারণে আত্মহত্যা করেছে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্টের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/১৭ মে ২০১৮/এনায়েত করিম