লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রিয়জুল ইসলাম প্রমুখ।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১৭ মে ২০১৮/এনায়েত করিম