মাগুরা শহরের একতা কাঁচাবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় জয়নাল হোসেন (৩০) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে মাগুরার ওয়াপদা এলাকায় নসিমনে মাছ নিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নাল ঝিনাইদহের কালীগঞ্জ উজেলার মোতালেব হোসেনের ছেলে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মাগুরার ওয়াপদা এলাকায় নসিমনে মাছ দিয়ে ফেরার পথে শহরের কাচা বাজার এলাকায় আসলে একটি ট্রাক পিছন থেকে নসিমনে ধাক্কা দেয়। এতে নসিমন চালক জয়নাল গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/১৭ মে, ২০১৮/মাহবুব