বরিশালে বিশ্ব টেলিকমিউনিকেশন ও তথ্য সোসাইটি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় বরিশাল সার্কিট হাউজ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্তরে গিয়ে শেষ হয়।
পরে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দিন আহম্মেদ বীর বিক্রম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরী ও বিডিসিএল’র উপ-সহকারী প্রকৌশলী মো. আশরাফ আলী মৃধা।
বিডি-প্রতিদিন/ ই-জাহান