কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারীসহ ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। অপর আহত তিনজন পার্শ্ববর্তী ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
নিহতরা হলেন জেলার নাগেশ্বরী উপজেলায় কেদার ইউনিয়নের সাতানা গ্রামের আব্দুল করিমের স্ত্রী সহিদা বেগম (৩০) ও একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ছবদের আলী (৪৫)।
নাগেশ্বরী উপজেলাধীন কচাকাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের ঘটনায় নিহত সহিদা বেগমের ভাতিজা আশরাফ আলী বাদী হয়ে বুধবার রাতেই ১৮ জনকে আসামি করে কচাকাটা থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন