কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি দুই যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠিয়েছে ফুলবাড়ী থানা পুলিশ।
আটক যুবকরা হলেন- রংপুর জেলার কোতোয়ালি থানার জুম্মাপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আব্দুল হাকীম (২৯) ও একই এলাকার আব্দুল আউয়ালের ছেলে ইমন আলী (২৮)।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, দুপুরে আটক দুই যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন