বাগেরহাটের মোরেলগঞ্জে ৩টি দোকান পুড়ে ছাই হয়েছে। আজ বেলা ২টার দিকে চিংড়াখালী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে উত্তম দেবনাথের মুদি মনোহারী দোকান, ফরিদ হাওলাদারের মুদি দোকান ও সেলিম শেখের মুদি মনোহরী দোকান পুড়ে কমপক্ষে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকানিরা জানান।
দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে মো. শাজাহান তালুকদারের নেতৃত্বে পাশ্ববর্তী পিরোজপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছানোর চেষ্টা করে ব্যার্থ হয়। ইউনিট প্রধান বলেন, পথিমধ্যে একটি কালভর্টের কাজ চলমান থাকায় ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। আগুনের উৎস সম্পর্কেও কিছু জানা যায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার