পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহিন (৩০) নামে যুবক নিহত হয়েছেন। বুধবার (১৬ মে) রাতে জেলার সদর উপজেলার কামাত কাজল দীঘি ইউনিয়নের টেংনাপাড়ায় এ ঘটনাটি ঘটে। নিহত শাহিন ওই এলাকার কছিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার রাতে শাহিন তার বাড়ির বৈদ্যুতিক মিটারের সংযোগ ছিড়ে থাকতে দেখেন। সে নিজেই সংযোগের তার জোড়া দিয়ে টেপ মোড়ানোর কাজ করছিল। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। তবে পরিবারের লোকজন তাকে তাৎক্ষণিক পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হাসান সরকার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার