টাঙ্গাইল ভূঁইয়াপুর সড়কের কালিহাতীতে পিকআপ চাপায় আ. আলিম (৩৫) নামের এক ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। আজ বিকালে উপজেলার টাঙ্গাইল ভূঁইয়াপুর সড়কের রাজাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আ. আলিম সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপালপুর গ্রামের রহিজ উদ্দিন মাস্টারের ছেলে। এ ঘটনায় আসাদ নামের অন্য এক শ্রমিকও সামান্য আহত হয়।
বাংড়া ইউপি চেয়ারম্যান হাসমত আলী জানান, মাঠ থেকে ধান কেটে এনে রাস্তার পাশে বসে বিশ্রাম নেয়ার সময় ডিমবাহী একটি পিকআপ তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তার মাথা পুরোপুরি থেতলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার