চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা জামায়াতের অামির ও ১৪ মামলার পলাতক আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। মিজানুর রহনপুর এলাকার লবজান অালীর ছেলে।
শুক্রবার রাত ৮টার দিকে রহনপুর এলাকার রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোকরমপুর পি এম কলেজের প্রভাষক ও গোমস্তাপুর জামায়াতের আমির মিজানুর রহমানকে রাত ৮টার দিকে রহনপুর এলাকার রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে গ্রেফতার করা হয়। এ সময় তিনি তার কয়েকজন সমর্থককে নিয়ে বৈঠক করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও মিজানকে গ্রেফতার করে পুলিশ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন