নাটোরে ক্রেতা ও বিক্রেতাদের পরিবেশবান্ধব পাটের ব্যাগ বিতরণ করা হয়েছে। গতকাল সকালে শহরের নিচাবাজারে ক্রেতা ও বিক্রেতাদের হাতে এ ব্যাগ তুলে দেন জেলা প্রশাসক আসমা শাহিন। জেলা প্রশাসক আসমা শাহিন বলেন, ‘নান্দনিক নাটোর গড়ার প্রত্যয়ে জেলায় পলিথিন মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রেতাদের উদ্বুদ্ধ করব পলিথিন পরিহার করে পাটের ব্যাগ ব্যবহারের জন্য। ধীরে ধীরে প্রত্যেকটি উপজেলা পলিথিন মুক্ত করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট আসমা খাতুন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, নিচাবাজার ব্যবসায়ী ইউনিটির সভাপতি সাইফুল্লাহ প্রমুখ।