মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা বাজারে চোর সন্দেহে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে (৪৫) পিটিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার সকালে ঘিওর উপজেলার ঝিটকা-মানিকগঞ্জ সড়কের উভাজানী এলাকায় থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে হরিরামপুরের ঝিটকা বাজারে অপরিচিত এক ব্যক্তিকে ঘুরতে দেখে নৈশপ্রহরীরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তির কথাবার্তায় চোর সন্দেহ হলে তাকে মারধর করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মহীউদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নৈশপ্রহরী শহিদুল ইসলাম (৪০) ও সাইদুর রহমানকে (২২) আটক করা হয়েছে। এছাড়া নিহতের পরিচয় উদঘাটন এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন