রমজান শুরু হতেই সাতক্ষীরা জেলার কলারোয়ায় বিভিন্ন বাজারে কাঁচামালসহ নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের লাগামহীন মূল্য নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন উপজেলার সর্বস্তরের মানুষ।
বাজার ঘুরে দেখা গেছে, উপজেলা সদরসহ ১২টি ইউনিয়নের প্রতিটি বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য গত সপ্তাহের তুলনায় অধিক মূল্যে বেচা-কেনা হচ্ছে।
বাজারের একাধিক ক্রেতা ও বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, শসা ২/১ দিন আগেও কেজিপ্রতি দাম ছিল ২০ থেকে ২৫ টাকা, সেটা এখন ৫০ টাকায় পৌঁছেছে। গাজরের অবস্থাও প্রায় শসার মতো। খেজুর বা খোরমার দাম ছিলো ১৫০ থেকে ২২০ টাকা, সেটার দাম হয়েছে কেজিপ্রতি ৩০০-৪০০ টাকা। কেজিপ্রতি ৮ টাকা দরের তরমুজের দাম বেড়ে হয়েছে ২০ টাকা। পেয়ারার দাম বেড়ে হয়েছে ৮০ টাকা।
তারা আরও জানান, বেগুনের দাম ছিলো ২০ টাকা, তা এখন ৩৫ টাকা। আলু ছিলো ১৫ টাকা, তা এখন ২০ টাকা। কাঁচা মরিচ ৪০ থেকে এখন ৬০ টাকায়, ভারতীয় পিঁয়াজ ২০ টাকার স্থলে ৩৫ ছুঁইছুঁই, আর দেশি পিঁয়াজ ৩৫ থেকে এক লাফে গেছে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।২০ টাকার টমেটো বিক্রি হচ্ছে ৮০ টাকায়। ৭০ টাকার গুঁড় এখন ১০০ বা তারও বেশি টাকা দরে বিক্রি হচ্ছে। পাকা কলা ৩৫/৪০ থেকে নতুন দাম হয়েছে ৫০/৭০টাকা। কাঁচাকলা ২০ থেকে সরাসরি পৌঁছেছে ৩৫ টাকায়, পানের দাম বেড়েছে প্রায় ডাবল। কাগজি লেবু প্রতিপিস ১ টাকা থেকে এখন তা বাজার ভেদে ৫ থেকে ৮ টাকা। ৫৫ টাকার চিনির দাম হয়েছে ৬০-৬২ টাকা। তবে ছোলার দাম রয়েছে অনেকটা স্থিতিশীল, বাজার ভেদে দেশি ছোলা ৭০-৭৫ টাকায় থেমে আছে। মসুরির ডাল ৬০ থেকে এখন ৮০ টাকা। গরুর মাংসের দাম ছিল ৪২০, তা এখন ৪৭০ টাকা। পোল্ট্রি, ব্রয়লার ও সোনালী মুরগীর দাম কেজিতে বেড়েছে প্রায় ২০-৩০ টাকা। তবে খাসির মাংসের দাম অপরিবর্তিত। লোনা ও দেশীয় মাছে প্রতি কেজিতে বৃদ্ধি পেয়েছে ৩০-৫০ টাকা।
রোজার শুরুতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের এমন দাম বৃদ্ধিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ ক্রেতারা। সবচেয়ে বিপাকে পড়ছেন দিন আনা দিন খাওয়া মানুষেরা। তাই সাধারণ ক্রেতারা অবিলম্বে বাজার মনিটরিং করে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের দাম স্থিতিশীল রাখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টদের প্রতি।
এ বিষয়ে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা গতানুগতিক অজুহাত দেখিয়ে জানালেন, রমজান উপলক্ষে প্রতিটি কাঁচামাল ও অন্যান্য পণ্যের সংকট দেখা দেওয়ায় বেশি দামে কিনতে হচ্ছে, তাই দামও বৃদ্ধি পেয়েছে।
বিডি-প্রতিদিন/১৯ মে, ২০১৮/মাহবুব